দাঁড়িয়ে আছ… গানের ওপারে, রবীন্দ্রজয়ন্তীতে গান গেয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : কবিগুরুর গান গেয়েই পঁচিশে বৈশাখ কবিপ্রণাম সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবার রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীতে রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে কবিপ্রণাম। রাজ্য সরকারের উদ্যোগে রবীন্দ্র সদনের সামনে আয়োজন করা হয়েছে কবি প্রণামের। প্রাণের কবিকে মঞ্চে মন্ত্রী ইন্দ্রনীল সেনের অনুরোধে কবিকে শ্রদ্ধা জানিয়ে শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায় গাইলেন, ‘দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে’। সঙ্গে গলা মেলালেন গায়ক ইন্দ্রনীল সেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রবীন্দ্রচর্চাকে আরও বেশি করে জীবনের সঙ্গে জড়িয়ে রাখার কথা বলেন। তাঁর কথায়, কবির জন্মদিবস কিংবা বাইশে শ্রাবণ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে করে তাঁর গান-কবিতা নিয়ে চর্চায় মেতে উঠি। কিন্তু অন্য দিনগুলিতে সেই চর্চা আমরা কমিয়ে দিয়েছি। এমনকী সিরিয়ালের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সেখানেও রবীন্দ্রচর্চা দরকার। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, প্রতিটি রাজ্যের নিজস্ব ভাষা-কৃষ্টি-সংস্কৃতি রয়েছে। তাকে নিয়ে চলতে হয়। বাংলার নিজস্ব ভাষা-সাহিত্য-সংস্কৃতি রয়েছে। এই চর্চা আরও বেশি করে হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, কবিগুরুর দ্বারা আমরা সবসময়ই কিছু না কিছু শিখি। তাঁকে ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। সকাল থেকে রাত বিকেল সন্ধে— প্রতিটি মুহূর্তেই তিনি আমাদের সঙ্গে রয়ে যান। তাঁকে ছাড়া আমাদের চলে না। সোশ্যাল মিডিয়াতেও মুখ্যমন্ত্রী কবির ‘চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির’ কবিতাটি তুলে ধরেছেন। কবিকে শ্রদ্ধা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে আমার মনে’। রাজ্যের কবিপ্রণাম অনুষ্ঠানে গানে গানে শ্রদ্ধা জানান শিল্পী নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, বাবুল সুপ্রিয়, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, ঐতিহ্য রায়-সহ অন্য শিল্পীরা। সঞ্চালনার ভূমিকায় ছিলেন ইন্দ্রনীল সেন। দর্শক আসনে বসে শিল্পীদের গান শোনেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন অংশের মানুষ।

আরও পড়ুন- কেন্দ্রের নতুন শিক্ষানীতি মানতে বাধ্য করা যাবে না, সুপ্রিম-রায়ে প্রমাণিত মুখ্যমন্ত্রীর দূরদর্শিতা : ব্রাত্য

Latest article