ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, বাবাসাহেব বা ভারতীয় সংবিধানের (constitution) জনক হিসাবে পরিচিত। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সমাজে ডঃ আম্বেদকরের মূল্যবান অবদানকে স্মরণ করার জন্য, এই দিনটিকে সারা ভারত জুড়ে মহাপরিনির্বাণ দিবস হিসাবে পালন করা হয়। এই দিনে ভারতজুড়ে লক্ষ লক্ষ মানুষ তাঁর শিক্ষা এবং সমাজ গঠনের প্রতিশ্রুতি স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এদিন তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তিনি লেখেন, ”ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি, একজন অতুলনীয় চিন্তাবিদ এবং সমাজ সংস্কারক ডঃ বাবাসাহেব আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসে তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ভারতের সংবিধান প্রণয়নে তাঁর অবদান অমর। আমাদের গণতন্ত্রের পথপ্রদর্শক, আমাদের সংবিধানে বর্ণিত তাঁর আদর্শ ও নীতিগুলিকে রক্ষা ও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের গর্ব যে ডঃ বাবাসাহেব আম্বেদকর বাংলার আইনসভা থেকে গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন। তাঁর এই অসাধারণ কর্মকাণ্ডের উন্মোচনে বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।”
My humble tribute to the principal architect of the Indian Constitution, an unparalleled thinker, and a social reformer, Dr. Babasaheb Ambedkar, on his Mahaparinirvan Diwas.
His contribution to drafting the Constitution of India remains immortal. We are committed to protect and…
— Mamata Banerjee (@MamataOfficial) December 6, 2025
প্রসঙ্গত,তিনি প্রান্তিক সম্প্রদায়ের, বিশেষত দলিত, নারী এবং শ্রমিকদের উন্নয়নের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি অত্যন্ত দূরদর্শী একজন সমাজ সংস্কারক ছিলেন। তিনি শিক্ষা, কর্মসংস্থান এবং রাজনীতিতে সংরক্ষণ সহ নিপীড়িতদের ক্ষমতায়নের জন্য বিপ্লবী পদক্ষেপের প্রস্তাব করেছিলেন।

