চক্রবর্তী রাজাগোপালাচারীর জন্মদিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

আজ তাঁর জন্মদিবস উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

Must read

চক্রবর্তী রাজাগোপালাচারী (C. Rajagopalachari) ১৮৭৪ সালের ১০ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, ইতিহাসবিদ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা। ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন তিনি। তিনি একটা সময়ে তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রীও ছিলেন। তিনি স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা এবং ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ভারত রত্নও পেয়েছিলেন। আজ তাঁর জন্মদিবস উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

আরও পড়ুন-অশোক কুমারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী লেখেন, ”দূরদর্শী রাষ্ট্রনায়ক, আইনজীবী, লেখক এবং স্বাধীনতা সংগ্রামী চক্রবর্তী রাজগোপালাচারীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।” প্রসঙ্গত, ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য এবং মহাত্মা গান্ধীর অনুগত রাজাগোপালাচারী আধুনিক ভারতীয় রাজনীতিতে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তামিল রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিন্দি শিক্ষার বাধ্যতামূলক প্রবর্তনের জন্য তার কার্যকাল উল্লেখযোগ্য ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস পর, তৎকালীন গভর্নর-জেনারেল ভিক্টর হোপের যুদ্ধ ঘোষণার প্রতিবাদে রাজা গোপালাচারী পদত্যাগ করেন।

 

Latest article