ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

২০০৫ সালের ডিসেম্বর মাসেই, বাজপেয়ী সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেন এবং জানিয়ে দেন তিনি পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

Must read

২৫শে ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জন্মবার্ষিকী আর সেই উপলক্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, ”ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।” প্রসঙ্গত, অটল বিহারী বাজপেয়ী ১৯২৪ সালের ২৫শে ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন-ট্রাক-বাস সংঘর্ষে NH-48-র উপরে অগ্নিদগ্ধ হয়ে মৃত ১০, আহত ২০

আর্য সমাজ আন্দোলনের যুব শাখা আর্য কুমার সভায় যোগদানের পর গোয়ালিয়রে তাঁর রাজনীতির ময়দানে সক্রিয়তা শুরু হয়। সেখানে তিনি ১৯৪৪ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি ১৯৩৯ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) একটি স্বয়ংসেবক বা স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করেন। ১৯৯৬ সালে তিনি প্রথমবারের মত মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন। যদিও ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। ২০০১ সালে বাজপেয়ী সরকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সর্বশিক্ষা অভিযান শুরু করে।

আরও পড়ুন-রক্তাক্ত ঢাকা, বিস্ফোরণে মৃত ১

উল্লেখ্য, ২০০৫ সালের ডিসেম্বর মাসেই বাজপেয়ী সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেন এবং জানিয়ে দেন তিনি পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

 

Latest article