প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রীর স্মৃতির পাতায় মহানায়িকা সুচিত্রা সেন! বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি নাম সুচিত্রা সেন। ভুবন ভোলানো হাসি আর অসাধারণ অভিনয়শৈলীর মাধ্যমে বাঙালির মনে আজও মহানায়িকা তিনি। ১৭ জানুয়ারি সুচিত্রা সেনের প্রয়াণ দিবস। স্মৃতির পাতা উল্টে নিজের সোশ্যাল হ্যান্ডেলে এদিন তাঁকে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন-প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
তিনি লেখেন, ”বাংলা চলচ্চিত্রের চিরকালীন মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে তাঁকে জানাই অন্তরের শ্রদ্ধা। সুচিত্রা সেনের জীবনের শেষপর্বে তাঁর কাছাকাছি যাওয়ার এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। সেই সময় তিনি কারও সাথে দেখা করতেন না, একমাত্র আমাকেই তিনি প্রতিদিন দেখা করতে এবং রোগশয্যায় তাঁর কাছে যেতে অনুমতি দিয়েছিলেন। মেয়ে মুনমুনকে তিনি বলেছিলেন যে, আমাকে তিনি পরিবারের সদস্যের মতো দেখেন। তাঁর সান্নিধ্য ও স্নেহ পাওয়ার এই দুর্লভ সৌভাগ্য আমার হয়েছিল।
মহানায়ক উত্তমকুমারকে কাছ থেকে দেখার সুযোগ আমার হয়নি, কিন্তু বাংলা চলচ্চিত্রের সুবর্ণ যুগের নায়িকার সঙ্গে এই নৈকট্য আমার মনের মণিকোঠায় চিরদিন সঞ্চিত থাকবে।”
আরও পড়ুন-ভয়ঙ্কর এসআইআর বন্ধ হওয়া দরকার
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেল ভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে সুচিত্রা সেনের মৃত্যু হয়। তার তিন সপ্তাহ আগে ফুসফুসে সংক্রমণের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…