মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

১৯৮০ সালে ২৪ জুলাই ইহলোক ত্যাগ করেন তিনি। আজ, মহানায়কের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

পেরিয়ে গেল মৃত্যুর ৪৫ বছর! ৮ থেকে ৮০, সকলের প্রিয় অভিনেতা মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar)। উত্তম কুমার ওরফে অরুন কুমার চট্টোপাধ্যায় বাংলা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন এমন কিছু সিনেমা, যা চিরনতুন। ১৯৮০ সালে ২৪ জুলাই ইহলোক ত্যাগ করেন তিনি। আজ, মহানায়কের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-মধ্যপ্রদেশে চলন্ত রিকশায় ঝাঁপ ঘোড়ার, আহত ২

নিজের এক্স হ্যান্ডেলে এদিন তিনি লেখেন, ”মহানায়ক উত্তমকুমার-এর মৃত্যু বার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আমাদের সবার মনের মণিকোঠায় আজও উত্তমকুমার বাঙালির চিরন্তন ম্যাটিনি আইডল। তাই তাঁর মৃত্যুর পর ৪৫ বছর কেটে গেলেও, তাঁর প্রতি অনুরাগ আমাদের কিন্তু এতটুকুও কমেনি।

আমি গর্বিত, সিনেমায় ও বাঙালি মননে উত্তমকুমারের অনন্য অবদানকে শ্রদ্ধা জানিয়ে আমাদের সরকারই ২০১২ সাল থেকে বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীদের স্বীকৃতি জানানোর জন্য মহানায়ক সম্মান পুরস্কার চালু করেছে। আমি রেলমন্ত্রী থাকার সময়ই টালিগঞ্জ মেট্রো রেলস্টেশনের নাম পাল্টে রাখা হয় ‘মহানায়ক উত্তমকুমার’। তাঁর নামাঙ্কিত ‘উত্তম মঞ্চ’-কেও নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। উত্তমকুমার বাঙালির স্বপ্নের মহানায়ক – চিরকালীন ভালোবাসা। তাঁর মৃত্যুদিনে আমি আর একবার তাঁকে আমার প্রণাম জানাই।”

উল্লেখ্য, উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই বছরের সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে তাঁর চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং গ্রন্থপ্রকাশ।

 

 

Latest article