ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মদনমোহন মালব্যর জন্মদিবসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি লেখেন, ”মহান স্বাধীনতা সংগ্রামী পণ্ডিত মদনমোহন মালব্যের জন্মবার্ষিকীতে আমার শ্রদ্ধাঞ্জলি।” প্রসঙ্গত, মদনমোহন মালব্য ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক বিশিষ্ট নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের চারবারের সভাপতি। ২০১৪ সালে ২৪ ডিসেম্বর মদনমোহ মালব্যের ১৫৩তম জন্মবার্ষিকীর আগের দিন তাঁকে ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন (মরণোত্তর) দিয়ে সম্মানিত করা হয়।
আরও পড়ুন-ট্রাক-বাস সংঘর্ষে NH-48-র উপরে অগ্নিদগ্ধ হয়ে মৃত ১০, আহত ২০
উল্লেখ্য, মদনমোহন মালব্য ১৯১৬ সালে বারাণসীতে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। এটি এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়। মদনমোহন মালব্য ১৯১৯ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ১৯৩৪ সালে তিনি জাতীয় কংগ্রেস ছেড়ে হিন্দু মহাসভার অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য হিসেবে যোগ দেন। মদনমোহন মালব্য ছিলেন দ্য ভারত স্কাউট অ্যান্ড গাইডসের অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়া ভারত থেকে অস্পৃশ্যতা দূরীকরণ ও হরিজন আন্দোলনকে পরিচালনার ক্ষেত্রে মদনমোহন মালব্যর ছিল অপরিসীম অবদান।
My tribute to the great freedom fighter Pandit Madan Mohan Malviya, on his birth anniversary.
— Mamata Banerjee (@MamataOfficial) December 25, 2025

