দক্ষিণেশ্বরের পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে রানী রাসমণির জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

দক্ষিণেশ্বর কালীমন্দিরের প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি ১৭৯৩ সালের ২৬শে সেপ্টেম্বর, বাংলা ১২০০ সালের ১১ই আশ্বিন হালিশহরের কাছে কোনা গ্রামে জন্মগ্রহণ করেন

Must read

আজ লোকমাতা রানী রাসমণির (Rani Rashmani) ২৩৩তম জন্মদিন। দক্ষিণেশ্বর কালীমন্দিরের প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি ১৭৯৩ সালের ২৬শে সেপ্টেম্বর, বাংলা ১২০০ সালের ১১ই আশ্বিন হালিশহরের কাছে কোনা গ্রামে জন্মগ্রহণ করেন। এই উপলক্ষে আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, ”লোকমাতা রানী রাসমণির জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বাংলার নবজাগরণের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয়। আপন সময়ে বাংলার জনজীবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন-আজ মহাষষ্ঠী, শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আমার গর্ব, তাঁর প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের কালী মন্দির-সম্পর্কিত পরিকাঠামো উন্নয়নে আমরা আড়াইশো থেকে তিনশো কোটি টাকার মতো খরচ করেছি। পুরো এলাকাকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। স্কাইওয়াক করা হয়েছে। আমি তার নাম রেখেছি ‘রানী রাসমণি স্কাইওয়াক’। শুধু স্কাইওয়াকই নয়, এখানে যাতায়াতের সুবিধার জন্য দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোও আমার শুরু করা। দক্ষিণেশ্বর রেল স্টেশনকে মন্দিরের আদলেও আমিই করেছি।”

প্রসঙ্গত, রানী রাসমণি সেই সময়ে সমাজ সংস্কারক হিসেবে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তীর্থযাত্রীদের সুবিধার্থে সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত একটি রাস্তা তৈরি করেছিলেন তিনি। গঙ্গা স্নানের জন্য আহিরিটোলা ঘাট, বাবু ঘাট, নিমতলা ঘাট নির্মাণ করেছিলেন শুধু তাই নয়, শবদেহ দাহ করার জন্য নিমতলা ঘাটে একটি বড় ছাউনি তৈরি করে দিয়েছিলেন। হিন্দুদের মধ্যে ধর্মীয় বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

 

Latest article