সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

৮ অক্টোবর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) ৯৪তম জন্মদিবস। কিংবদন্তী এই শিল্পী কলকাতার ঢাকুরিয়ার ব্যানার্জি পাড়ায় জন্মগ্রহণ করেন

Must read

৮ অক্টোবর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) ৯৪তম জন্মদিবস। কিংবদন্তী এই শিল্পী কলকাতার ঢাকুরিয়ার ব্যানার্জি পাড়ায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই গানের ভীষণ অনুরাগী ছিলেন তিনি। ১৭ বছর বয়সে এক বিরল মাম্পসে আক্রান্ত হন তিনি। তারপরেই তাঁর ডান কান সম্পূর্ণ বিকল হয়ে যায়। আর কোনওদিনই তিনি সেই কানে শুনতে পাননি। এতকিছুর পরেও নিজের অদম্য ইচ্ছাশক্তি, প্রতিভা এবং সাধনার জোরে হাজার হাজার গান গেয়ে ইতিহাস রচনা করেছেন। তাঁর প্রথম গুরু ছিলেন যামিনী গঙ্গোপাধ্যায়। পরে যদিও সন্তোষকুমার বসু, এটি কানন, চিন্ময় লাহিড়ির কাছে প্রশিক্ষণ নেন।

আজ সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, ”বাংলা গানের কিংবদন্তি, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তাঁর গাওয়া প্রতিটি গান আজও বাঙালি হৃদয়ে সমানভাবে স্পন্দিত হয়।আমার সৌভাগ্য, আমি তাঁর স্নেহধন্য ছিলাম। ২০১১ সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পরই আমরা তাঁকে রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গ বিভূষণ’ – এ সম্মানিত করতে পেরেছিলাম। আমরা ধন্য।”

 

Latest article