ভগিনী নিবেদিতার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা-স্মরণে মুখ্যমন্ত্রী

Must read

আজ ভগিনী নিবেদিতার (Sister Nivedita) জন্মবার্ষিকী। শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন,”ভগিনী নিবেদিতা’র জন্মবার্ষিকীতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই মহীয়সী নারীকে যিনি স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষা নিয়ে তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন বাংলার তথা ভারতের মানুষের সেবায়। বাঙালির জীবনে, ভারতীয় জনজীবনে এবং নারী জাগরণে তাঁর অবদান চিরস্মরণীয়।”

আরও পড়ুন- প্রদীপ করের মৃত্যুর দায় নিতে হবে জ্ঞানেশ কুমারকে: তোপ অভিষেকের, পরিবারের পাশে তৃণমূল

মুখ্যমন্ত্রী আরও জানান,”ভগিনী নিবেদিতা’র (Sister Nivedita) সেই অবদানকে স্বীকৃতি জানিয়ে কলকাতার আলিপুরে হেস্টিংস হাউসে আমরা যে জেনারেল ডিগ্রি কলেজ করেছি, আমি তার নাম রেখেছি ‘সিস্টার নিবেদিতা কলেজ’। তাঁর নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়-ও হয়েছে — তার পিছনেও রাজ্য সরকারের অনুমোদন ও সমর্থন আছে। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে অবহেলিত ভগিনী নিবেদিতার স্মৃতিজড়িত দুটি বাড়ি – তাঁর বাগবাজারের কর্মকেন্দ্র ও দার্জিলিঙের যে বাড়িতে তিনি কিছুদিন ছিলেন সেই ‘রায় ভিলা’কে আমাদের সরকারই অধিগ্রহণ করে হেরিটেজ-সম্মত সংস্কারের ব্যবস্থা করেছে। দুটি বাড়িকেই আমরা রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ সারদা মিশনের হাতে উপযুক্ত ব্যবহারের জন্য তুলে দিয়েছি। দুটি কেন্দ্রই এখন বহু মানুষের গন্তব্যস্থল। লন্ডনে ভগিনী নিবেদিতার স্মৃতিজড়িত বাড়িতে হেরিটেজ ব্লু প্লাক উন্মোচনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলাম আমি। তাঁর মানবতার আদর্শ আমাদের পাথেয় হয়ে থাক।”

Latest article