আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে লড়াকু সৈনিকদের শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালির সর্বোচ্চ ভূমিকাকে গৌরবান্বিত করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশানাল আর্মি (Indian national army)

Must read

ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালির সর্বোচ্চ ভূমিকাকে গৌরবান্বিত করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশানাল আর্মি (Indian national army)। ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী গড়ে যে ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম সম্ভব, তা প্রমাণ করে যে নজির রেখেছিলেন নেতাজি, তার জন্যই সম্ভব হয়েছিল দেশের একটি ক্ষুদ্র অংশে স্বাধীনতার পতাকা উত্তোলন। ২১ অক্টোবর সেই আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে সরকার গঠনের বর্ষপূর্তি। দেশের জন্য জীবন উৎসর্গ করা লড়াকু সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-খড়দহের রং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পরাধীন ভারতে প্রথম স্বাধীনতার আস্বাদ এনে দিয়েছিল আজাদ হিন্দ সরকার। সেই সরকারকে স্মরণ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, ”আজ আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা বার্ষিকী। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিটি বীর সৈনিকের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, যাঁরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে ভারতের স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু নেতৃত্বে লড়াই করেছিলেন।”

 

Latest article