সকল বাধা ছিন্ন করে জাগব… শহিদ স্মরণে একুশে জুলাই! সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রীর

Must read

সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে বুকের ভাঙা পাঁজর সরিয়ে…। একুশে জুলাই শহিদ স্মরণ তৃণমূল কংগ্রেসের। রাজ্যের বিভিন্নপ্রান্ত শয়ে শয়ে মানুষ এসে আগামী সোমবার জড়ো হবে কলকাতার রাস্তায়। মঞ্চে বক্তব্য রাখবেন বহু তৃণমূল (TMC 21 july) নেতা-সহ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার একুশে জুলাই (TMC 21 july) নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে। গানে রয়েছে, ‘বাংলা জাগবে বিশ্বের ভোরে সকল বাধা ছিন্ন করে, জাগবে যৌবন নতুন সুরে, বৈশাখে দুরন্ত, অশান্ত ঝড়ে, মুছে যাক, যত আজ দুঃখ যে অন্তরে… ভেঙে যাওয়া মোহনার স্বপ্নকে সঞ্চয় করে… বিশ্ববাংলা আসবে বাংলার দ্বারে, বুকের ভাঙা পাঁজর, বাংলা জাগবে বিশ্বের ভোরে, সকল বাঁধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে বুকের ভাঙা পাঁজর সরিয়ে… দূরে ফেলে দিয়ে ব্যর্থতার গ্লানি, স্পন্দনে আসবে স্বপ্নের হাতছানি… আকাঙ্খা নয় চাই জীবনের এই ভাষা ওই সূর্যোদয়ে চাই নিত্য প্রত্যাশা, সব বাধা বিপদ ছিন্ন করে, বাংলা জাগবে বিশ্বের ভোরে সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে…

আরও পড়ুন- ধিক্কার বিজেপিকে, এবার ছত্তিশগড়ে আটক নদিয়ার ৮ শ্রমিক, সরব তৃণমূল

কেন এই একুশে জুলাই?‌ পুলিশের গুলিতে ঝাঁজরা হয়ে যায় ১৩ জন কংগ্রেস কর্মী। রক্তে লাল হয়ে যায় কলকাতার রাজপথ। হাসপাতালে ভর্তি হতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। শহিদরা হলেন বন্দনা দাস, মুরারী চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ রায়, মহম্মদ খালেক, ইনু।

Latest article