কেন্দ্রের রিপোর্টে বাংলার ৪ স্বীকৃতি! MSME-তে রাজ্যের সাফল্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

Must read

অসংগঠিত ক্ষেত্রে বাংলাই পথ দেখাচ্ছে গোটা দেশকে। এবার সেই স্বীকৃতি কেন্দ্রীয় মন্ত্রকেরই। একটি নয়, কেন্দ্রের রিপোর্ট রাজ্যের চারটি স্বীকৃতির কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এর আগেও গোটা দেশকে পথ দেখানো বাংলার একাধিক প্রকল্পকে এভাবেই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে মোদির সরকারের মন্ত্রকগুলি।

সম্প্রতি কেন্দ্রের ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রকের স্বীকৃতি বাংলার চার ক্ষেত্রে প্রকাশিত অসংগঠিত ক্ষেত্রের শিল্পের বার্ষিক রিপোর্টে। সেই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, উৎপাদন শিল্পে গোটা দেশের সবথেকে বেশি মানুষ নিযুক্ত এই বাংলায়, যার শতাংশের হিসাব ১৩.৮১।

আরও পড়ুন- দরিদ্র পড়ুয়াদের জন্য সুখবর, নার্সিং ও প্যারা-মেডিক্যাল ট্রেনিং স্কুল চালু পুরসভার

শুধুমাত্র কর্মী নিয়োগ নয়, অসংগঠিত ক্ষেত্রের শিল্পের বাংলার অবস্থান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, সর্বভারতীয় ক্ষেত্রে শতাংশের হিসাবে বাংলাতেই সবথেকে বেশি উৎপাদন শিল্প সংস্থা রয়েছে (১৬.০২) এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রও রয়েছে সবথেকে বেশি (১৩.০৯)।

বরাবর নারী ক্ষমতায়নে বাংলা গোটা দেশকে পথ দেখিয়েছে। সেই স্বীকৃতি আন্তর্জাতিক স্তরেও পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এবার কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী মুখ্যমন্ত্রী জানান, ভারতে মহিলা পরিচালিত সংস্থা সবথেকে বেশি বাংলায় (৩৬.০৪)। সেই সঙ্গে কেন্দ্রের রিপোর্টেই প্রকাশিত, অসংগঠিত ক্ষেত্রে সবথেকে বেশি মহিলা নিযুক্ত এই বাংলাতেই।

Latest article