প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee-D.Litt) মুকুটে নতুন পালক। আর এক আন্তর্জাতিক সম্মান পেতে চলেছেন তিনি। জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি তাঁকে ডি-লিট (ডক্টর অব লিটারেচার) সাম্মানিক উপাধিতে ভূষিত করতে চলেছে। আগামী ১২ নভেম্বর কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই সম্মান প্রদান করা হবে। সূত্রের খবর, জাপান থেকে ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল কলকাতায় আসবেন এবং রাজ্যের শিক্ষা দফতরের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেবেন।এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় ডি-লিট (mamata banerjee-D.Litt) উপাধি। এর আগে ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি-লিট প্রদান করেছিল। সেই সময় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তাঁর হাতে সম্মানটি তুলে দেন। ২০২৩ সালে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকেও তিনি ডি-লিট পান। এবার বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে এই মর্যাদাপূর্ণ উপাধি পাওয়ায় মুখ্যমন্ত্রীর সাম্মানিকের মুকুটে যুক্ত হচ্ছে এক নতুন পালক।রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেশ-বিদেশে শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নের ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মান প্রদান করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। উল্লেখযোগ্য, এর আগে ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি মুখ্যমন্ত্রীকে ডক্টরেট সম্মান প্রদান করেছিল। চলতি বছরের মার্চ মাসে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও বক্তৃতা দিয়েছিলেন, যেখানে তিনি পশ্চিমবঙ্গের উন্নয়নমূলক কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরেন।
আরও পড়ুন-‘যাত্রী সাথী’র সেরার স্বীকৃতি, শহুরে পরিবহনে মডেল বাংলা

