প্রতিবেদন : দিঘা হয়ে উঠতে চলেছে বাংলার শ্রীক্ষেত্র। বুধবার অক্ষয়তৃতীয়ার পুণ্যতিথিতে জগন্নাথধামের উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাত ধরে। সোমবার দুপুরেই দিঘা পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। তিনি (CM Mamata Banerjee) বলেন, আধ্যাত্মিকতার টানে দিঘার পর্যটন অন্য মাত্রা পাবে। দিঘা হয়ে উঠবে তীর্থক্ষেত্রও। এদিন সম্প্রীতি, শান্তির বার্তায় তিনি ব্যাখ্যা করেন জগন্নাথপ্রেমে শ্রীচৈতন্যের সমুদ্রপথে লীন হয়ে যাওয়ার ইতিহাস। সেই ইতিহাসকে সামনে রেখেই তিনি দিঘার জগন্নাথ মন্দিরে শ্রীচৈতন্যদ্বার নির্মাণ করেন। সেখানে চৈতন্যদেবের মূর্তি প্রতিস্থাপন করেন। উল্লেখ্য, চৈতন্য মহাপ্রভু জীবনের শেষ ২৪ বছর পুরীতে জগন্নাথের মন্দিরে অতিবাহিত করেন এবং জগন্নাথকে কৃষ্ণরূপে পূজা করেন। এই সময়কালে, ওড়িশার গজপতি মহারাজা প্রতাপ রুদ্রদেব চৈতন্যদেবকে কৃষ্ণের অবতার হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এবং তাঁর পৃষ্ঠপোষক হন। চৈতন্যদেবের সেই কৃষ্ণপ্রেম তথা জগন্নাথপ্রেমের কথাই দিঘার জগন্নাথধামেও প্রস্ফুটিত হয়। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, জগন্নাথধামে সবাই নিজেদের মধ্যে ঐক্য-সম্প্রীতি-শান্তি বজায় রেখো। ভাল থেকো।
আরও পড়ুন-ঠিক যেন গৃহকর্ত্রী