আজ কোজাগরী লক্ষ্মীপুজো (Lakshmipuja)। দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো করা হয়। নিজের সামর্থ মতোই বাংলার ঘরে ঘরে আজ ধনদেবীর আরাধনায় মেতে উঠবেন সকলে ৷ সাধারণ গৃহস্থ থেকে সেলিব্রিটি সব জায়গাতেই হবে লক্ষ্মী বন্দনা। এই উপলক্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে সকলকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের লেখা ও সুরে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান তিনি পোস্ট করেন তিনি। সেখানে লেখেন,
””আমার লক্ষ্মী প্রতিদিনই সবারে করে আহ্বান,
আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনেরই জয়গান।”
সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া লক্ষ্মীপুজোর একটি নতুন গান শেয়ার করে নিচ্ছি।”
আরও পড়ুন-কটকে বিসর্জন ঘিরে ধুন্ধুমার, জখম পুলিশ সহ ২৫, কাঠগড়ায় বিজেপি
প্রসঙ্গত, ‘কোজাগরী’ শব্দটি সংস্কৃত ‘কঃ জাগর’ শব্দবন্ধ থেকে নেওয়া হয়েছে। ‘কঃ’ মানে কে, ‘জাগর’ শব্দের অর্থ জেগে আছ। যার মানে কে জেগে আছ? বিশ্বাস করা হয় এদিন রাতে যে ভক্ত রাত জেগে তাঁর আরাধনা করছেন দেবী তাঁকেই আশীর্বাদ করে যান৷
“আমার লক্ষ্মী প্রতিদিনই সবারে করে আহ্বান,
আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনেরই জয়গান।”সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া লক্ষ্মীপুজোর একটি নতুন গান শেয়ার… pic.twitter.com/BI4AiQl9Di
— Mamata Banerjee (@MamataOfficial) October 6, 2025