মৃতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা, সিইএসসি না দিলে রাজ্য দেবে চাকরি : মুখ্যমন্ত্রী

২৪ ঘণ্টায় জল-মুক্ত শহর, হিরো প্রশাসন

Must read

প্রতিবেদন : ২৪ ঘণ্টায় জল-মুক্ত শহর কলকাতা। স্বাভাবিক ছন্দে ফিরল তিলোত্তমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata banerjee) নেতৃত্বে রাজ্য প্রশাসন ও পুরসভা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে জনজীবন স্বাভাবিক করেছে একদিনেই। এরপর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee) বুধবার পুজো উদ্বোধনে গিয়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেন। সেইসঙ্গে জানিয়ে দেন, সিইএসসি ক্ষতিপূরণ না দিলে রাজ্যই মৃতদের পরিবারের একজনকে স্পেশাল হোমর্গাডের চাকরির ব্যবস্থা করে দেবে।
সোমবার রাতে রেকর্ড-ব্রেকিং বৃষ্টির জেরে অনভিপ্রেত মৃত্যু হয় ১০ জনের। মঙ্গলবারই তিনি জানিয়েছিলেন, সিইএসসির সঙ্গে কথা বলবেন, ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। সেইমতো কথাও বলেন। বুধবার সকালে এক মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। এরপর দুপুরে ভবানীপুরে পুজো উদ্বোধনে গিয়ে মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মু্খ্যমন্ত্রী। তিনি বলেন, মৃতদের পরিবার-পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্যের তরফে। সিইএসসিকে আমি পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা বলেছি, তবে ওরা না দিলে রাজ্যের তরফে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। পাশাপাশি এদিন ফের তিনি সিইএসসিকে মৃতদের পরিবার-পিছু ৫ লক্ষ টাকা দেওয়ার আর্জি জানান। মেয়র ফিরহাদ হাকিম মোমিনপুরে মৃত জিতেন্দ্র সিংয়ের বাড়িতে যান। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান। মৃতের দুই ছেলের পড়াশোনার দায়িত্বও তুলে নেন নিজের কাঁধে। ঠাকুরপুকুরের বাসিন্দা মৃত শুভ প্রামাণিকের বাড়িতেও যান মেয়র, পাশে থাকার আশ্বাস দেন।

আরও পড়ুন-তৃতীয়া’র নিজের গানের মধ্যে দিয়ে শারদ শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

একদিনের বৃষ্টিতে কলকাতা জলমগ্ন হয়ে পড়ে। রাজ্য প্রশাসন ও কলকাতা পুরসভা দিনভর তৎপর হয়ে জল নামানোর কাজ করে। ২৪ ঘণ্টা পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি অনেকটাই আয়ত্তে এসেছে। অধিকাংশ এলাকার জল নেমে গিয়েছে। নিচু এলাকার কোথাও কোথাও এখনও জল রয়েছে। তা দ্রুত নেমে যাবে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে। কেন্দ্রকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একদিকে অবিরাম বৃষ্টির মধ্যই ডিভিসি বিভিন্ন ব্যারাজের জল ছেড়ে দেয়, অন্যদিকে গঙ্গায় জোয়ার। এই পরিস্থিতিতে পুরসভা খুব ভাল কাজ করেছে।

Latest article