প্রতিবেদন : বিজেপি বিধায়কদের ল্যাংচা পর্যটন নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের স্বাস্থ্য ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার বিধানসভায় রামপুরহাট প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যাঁরা বাংলায় রাজনৈতিক ল্যাং খেয়েছেন তাঁদের ল্যাংচা খাওয়ার পিকনিক আমরা দেখেছি। এখানে আধঘণ্টার বেশি চিৎকার করারও দম নেই বিরোধীদের। মুখ্যমন্ত্রী সব জায়গায় ছুটে যান। কাজেই তিনি কেন গিয়েছিলেন তা নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন তাঁদের আগে বলতে হবে তাঁরা নিজেরা কী করতে গেছিলেন?”
আরও পড়ুন-বরাদ্দ ৯০০ কোটি দেয়নি কেন্দ্র গুজরাত পায়, বাংলা নয়
চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, রামপুরহাটের ঘটনার পিছনে প্রকৃত সত্য উদঘাটন করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। কাজেই এই নিয়ে বিরোধীদের রাজনৈতিক নাটক জমবে না। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর দ্রুত পদক্ষেপ নিয়েছেন। ঘটনায় কী ষড়যন্ত্র আছে তা উদ্ঘাটিত হবে।”