আজ মিরিকে দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী

বিপর্যস্ত উত্তরবঙ্গ পুনর্গঠনে দুর্গত এলাকায় ঘুরে ঘুরে কাজের তদারকি করলেন মুখ্যমন্ত্রী। সোমবার নাগরাকাটায় পরিদর্শনে গিয়ে এলাকা চষে বেড়ান পায়ে হেঁটে

Must read

প্রতিবেদন : বিপর্যস্ত উত্তরবঙ্গ পুনর্গঠনে দুর্গত এলাকায় ঘুরে ঘুরে কাজের তদারকি করলেন মুখ্যমন্ত্রী। সোমবার নাগরাকাটায় পরিদর্শনে গিয়ে এলাকা চষে বেড়ান পায়ে হেঁটে। অস্থায়ী ব্রিজ পেরিয়ে পৌঁছে যান দুর্গত মানুষজনের কাছে। তাঁদের হাতে ত্রাণ তুলে দেন। স্বজনহারা পরিবারের একজন করে মোট সাতজনের হাতে স্পেশ্যাল হোমগার্ডের চাকরি নিয়োগপত্র তুলে দেন। সেইসঙ্গে খতিয়ে দেখেন কাজ। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। গৃহহারাদের দেন বাংলার বাড়ি করে দেওয়ার আশ্বাস।

আরও পড়ুন-দিনের কবিতা

মুখ্যমন্ত্রীর নির্দেশে বিপর্যস্ত এলাকা দ্রুত পুনর্গঠনের কাজ চলছে। সেই কাজ দেখে দুর্গত মানুষের মাঝে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ত্রাণ শিবিরে গিয়ে নিজে হাতে তা বণ্টন করেন। জানান, বামনডাঙায় ভেঙে যাওয়া সেতু লোহার কাঠামো দিয়ে অস্থায়ীভাবে তৈরি করে দেওয়া হয়েছে। ফলে কাউকে আর নদী পেরিয়ে যাতায়াত করতে হবে না। স্থায়ী সেতুও তৈরি করে দেওয়া হবে শীঘ্রই। মুখ্যমন্ত্রী বলেন, মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। এবার চাকরির নিয়োগপত্রও দেওয়া হল। দুর্যোগে যাঁদের নথি নষ্ট হয়েছে, তাঁদের ডুপ্লিকেট করে দিতে শিবির খোলা হয়েছে। যাঁরা নথিপত্র হারিয়েছেন, তাঁরা এই বিশেষ শিবিরে এসে নাম নথিভুক্ত করুন। যাঁদের চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁরা ফসল বিমা পাবেন।
নাগরাকাটার টন্ডু গ্রামে সরকারি ত্রাণ শিবির থেকে দুর্গতদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু এই বিপদের সময়ে আমরা আপনাদের পাশে আছি। আমাদের শিবির থেকে সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে। শিবিরগুলিতে ফায়ার ব্রিগেড, পুলিশ এবং ডাক্তাররা সকলেই আপনাদের সহায়তা করার জন্য কাজ করছে। ফলে সেখানে যান, সমস্ত পরিষেবা পাবেন। যাঁদের বাড়িঘর ভেঙে গিয়েছে, তাঁদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। গরু-ছাগল হারালেও নাম লেখান। প্রশাসন সাহায্যের জন্য রয়েছে। দ্রুত সব ঠিক করে দেওয়া হবে। ইতিমধ্যেই দুর্গতদের ক্ষয়ক্ষতির হিসেবে নেওয়াও শুরু হয়েছে শিবিরে।
মুখ্যমন্ত্রীর দ্বিতীয়বারের এই সফর নতুন করে সাহস জোগাল দুর্গত মানুষদের। কেউ তাঁর হাতে ফুল দিলেন, কেউ কৃতজ্ঞ চোখে বললেন, দিদি এলেন, আমরা ভরসা ফিরে পেলাম। এদিন ফের মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়ে গেলেন, যতক্ষণ না তারা আবার ঘুরে দাঁড়ায়, মানুষের কষ্টে পাশে থাকুন।

Latest article