টোটো জনজাতির সমস্যা সমাধানে উদ্যোগী মুখ্যমন্ত্রী

এতদিন তাঁরা নিজভূমে পরবাসী হয়ে ছিলেন। স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও তাঁদের নিজেদের জমির চৌহদ্দি তাঁরা বুঝে পাননি।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : টোটো জনজাতির জমির সমস্যা মেটাতে ও তাঁদের জন্য পৃথক বোর্ড গঠনের দাবি নিয়ে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাসিমারায় গণবিবাহের অনুষ্ঠানে টোটো সম্প্রদায়ের তিন প্রতিনিধি টোটো সমাজের সভাপতি অশোক টোটো, সম্পাদক বকুল টোটো ও এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য রূপচাঁদ টোটোকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। তাদের সঙ্গে কথা বলবেন এবং তাঁদের কী কী অসুবিধা হচ্ছে সেই সব বিষয়ে খোঁজ নেবেন এবং টোটো জনজাতির উন্নয়ন নিয়েও কথা বলবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-টিকিটে পদক্ষেপ

এতদিন তাঁরা নিজভূমে পরবাসী হয়ে ছিলেন। স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও তাঁদের নিজেদের জমির চৌহদ্দি তাঁরা বুঝে পাননি। তাঁদের এই সমস্যা মেটাতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। টোটোদের জনসংখ্যা ১৫০০ কিছু বেশি। এতদিন তাঁদের সমস্যার কথা কেউ ভাবেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন তাঁদের কথা। এবার টোটোরা তাঁদের নিজের জমি বুঝে পেতে চলেছেন জেনে বেশ খুশি তাঁরা। টোটো কল্যাণ সমিতির সম্পাদক বকুল টোটো রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমরা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।

Latest article