সংবাদদাতা, ঝাড়গ্রাম : জেলায় ভোটের আগে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী (chief minister)। অরণ্যসুন্দরী জঙ্গলমহল তাঁর ভীষণ পছন্দের। জঙ্গলমহলকে প্রায় নিজের হাতে তৈরি করেছেন তিনি। ২০১৯-এর লোকসভায় ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী সামান্য ভোটে হেরে যান। এবার সংগঠন অনেক সবল হয়েছে। বিধানসভা ও পঞ্চায়েত ভোটে জয় জয়কার হয় দলের। বিজেপির অস্তিত্ব মুছে যায় জঙ্গলমহলের ঝাড়গ্রাম থেকে। আগেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে রুদ্ধদ্বার বৈঠক করে যান।
আরও পড়ুন-প্রয়াত বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী
এবার ১৭ মে ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে গোপীবল্লভপুরের গজাশিমুল মাঠে বিশাল জনসভা করবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাজুড়ে চলছে প্রস্তুতিসভা। সোমবার সভাস্থল পরিদর্শন করেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকবে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, কলকাতা থেকে কপ্টারে মুখ্যমন্ত্রী পৌঁছাবেন ঝাড়গ্রামে। তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ড। দমকল, বিদ্যুৎ, উচ্চপদস্থ পুলিশ প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে সিএমও-র প্রতিনিধিরা মাঠের পাশে বৈঠক করেন। গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো, জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু-সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এই বৈঠকে। জনসভা সফল করতে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় প্রচার শুরু হয়ে গিয়েছে।