প্রতিবেদন : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ ডিসেম্বর অর্থাৎ বুধবার দুপুর তিনটে থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক ডেকেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ১৮টি দফতরের প্রধান সচিব ও অতিরিক্ত সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। উপস্থিত থাকতে বলা হয়েছে কলকাতা পুরসভার কমিশনার এবং দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককেও।
আরও পড়ুন-সেজে উঠেছে পার্ক স্ট্রিট, ২১ শে শুরু কার্নিভ্যাল
করোনা পরিস্থিতি কাটিয়ে আগামী বছর ৯ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। আগামী মেলায় ভিড় আরও বাড়বে বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। সেই ভিড়ের কথা মাথায় রেখে এবার নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করবে প্রশাসন। নবান্ন সূত্রে খবর, আগামী ২১ তারিখের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন। সূত্রের খবর গঙ্গাসাগর মেলার আগে চলতি ডিসেম্বর মাসে অথবা আগামী জানুয়ারি মাসের প্রথম দিকে মুখ্যমন্ত্রী নিজে সাগরে প্রস্তুতি খতিয়ে দেখতে যেতে পারেন। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যসচিব একপ্রস্থ বৈঠকও করেছেন।