সংবাদদাতা, তমলুক : আজ, রবিবার পূর্ব মেদিনীপুরের ১৭টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সেই তালিকা জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের কাছে পৌঁছেছে। করোনার পর থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি জেলার বিভিন্ন পুজো প্যান্ডেলের উদ্বোধন শুরু করেন। আজ, মহালয়া থেকেই জেলার পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-পাড়া শিবিরে প্রবীণ বাম নেতার গলায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা
প্রশাসন সূত্রে খবর, প্রথম পর্যায়ে ১৭টি পুজোর উদ্বোধন হবে আজ। পরে আরও বেশ কিছু পুজোর উদ্বোধন করবেন তিনি। আজকের উদ্বোধনের তালিকায় আছে তমলুক মহকুমার ৬টি, হলদিয়ার ৩টি, কাঁথির ৬টি এবং এগরার ২টি পুজো। জেলা প্রশাসনের তরফে পুজো কমিটিগুলির কাছে প্রযুক্তিগত প্রস্তুতির নির্দেশ গিয়েছে। ইন্টারনেট সংযোগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।