আজ স্বাস্থ্য ভবনে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, চালু হচ্ছে ২১০টি আধুনিক মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার ২১০টি নতুন মোবাইল মেডিক্যাল ইউনিট চালু করছে।

Must read

প্রতিবেদন : রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার ২১০টি নতুন মোবাইল মেডিক্যাল ইউনিট চালু করছে। মঙ্গলবার, স্বাস্থ্য ভবন থেকে এই ইউনিটগুলির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও কয়েকটি নতুন প্রকল্পের সূচনাও করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-আমি বাঙালি, আমি ভারতীয়

প্রতিটি ইউনিটে থাকবে চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে এই ইউনিটগুলি সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেবে। ১২ অগাস্ট রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যজুড়ে ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ অনেক ইউনিটে উন্নত পরিষেবা যেমন এক্স-রে এবং আলট্রাসাউন্ডের মতো সুবিধা থাকবে। ডাক্তার ও নার্সের পাশাপাশি প্রতিটি ইউনিটে বিশেষ অ্যাটেনডেন্ট থাকবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে ।
নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টেয় স্বাস্থ্যভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। উত্তরবঙ্গ থেকে ফিরে সরাসরি ওই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই আনুষ্ঠানিকভাবে চালু করা হবে এই ইউনিটগুলি। রাজ্যের স্বাস্থ্য দফতরের দাবি, এই প্রকল্প চালু হলে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে চিকিৎসা পরিষেবা, বিশেষত দূরবর্তী অঞ্চলের বাসিন্দারা আরও সহজে চিকিৎসার সুযোগ পাবেন।

Latest article