প্রতিবেদন : চন্দননগরের পাশাপাশি এবার ঐতিহ্যশালী কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার কলকাতার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ থেকে তিনি ভার্চুয়াল উদ্বোধন করবেন কৃষ্ণনগর ও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর।
আরও পড়ুন-দিনের কবিতা
দুর্গাপুজোর বাংলায় রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই প্রচলন হয় জগদ্ধাত্রী পুজোর। সেটা ছিল অষ্টাদশ শতাব্দী। কৃষ্ণনগর থেকে চন্দননগর, বাঁশবেড়িয়া থেকে কলকাতা এবং বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এই জগদ্ধাত্রী পুজো। এবার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় আরও এক নতুন পালক জুড়তে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কৃষ্ণনগরের বেশ কিছু ক্লাব ও বারোয়ারির পুজোর উদ্বোধন হবে ভার্চুয়ালি। উদ্বোধন হবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোও।

