আজ কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

এই স্কাইওয়াক এস পি মুখার্জি রোড ও কালীমন্দির রোড মোড় থেকে শুরু হয়ে কালীঘাট মন্দিরের প্রধান গেটের সামনে পর্যন্ত গিয়েছে।

Must read

প্রতিবেদন : আগামী কাল নববর্ষ। তার আগে আজ, সোমবার সন্ধ্যায় কালীঘাটের বহু প্রতীক্ষিত স্কাইওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক উদ্বোধনের সময়ই কালীঘাটে স্কাইওয়াক নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই কথামতো, দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটেও তৈরি হয়েছে অত্যাধুনিক এই স্কাইওয়াক। ৪৩৫ মিটার দীর্ঘ এই স্কাইওয়াকের ৩০ মিটার দীর্ঘ শাখা কালীঘাট ফায়ার ব্রিগেড মোড় থেকে শুরু হয়ে প্রধান ট্রাঙ্কের সঙ্গে মিলিত হয়েছে কালীঘাট থানার কাছে।

আরও পড়ুন-দিনের কবিতা

এই স্কাইওয়াক এস পি মুখার্জি রোড ও কালীমন্দির রোড মোড় থেকে শুরু হয়ে কালীঘাট মন্দিরের প্রধান গেটের সামনে পর্যন্ত গিয়েছে। স্কাইওয়াকে ওঠার জন্য রয়েছে চলমান সিঁড়ি। ২০২২ সালের জানুয়ারি মাসে শুরু হওয়া এই স্কাইওয়াক তৈরি করতে প্রায় ১২৫ কোটি টাকা খরচ হয়েছে। মোট পাঁচটি প্রবেশ ও প্রস্থান পথ নিয়ে তৈরি হয়েছে এই স্কাইওয়াক। হকারদের জন্যও বরাদ্দ জায়গা ছাড়া হয়েছে। কালীঘাটে তৈরি নতুন এসি মার্কেটে ফিরিয়ে এনে নতুন দোকান দেওয়া হয়েছে তাঁদের। দুই-তৃতীয়াংশ জায়গা খোলা রাখা হয়েছে পথচারীদের জন্য। পেভার ব্লক দিয়ে নতুন করে বানানো ফুটপাথের প্রস্থ বাড়িয়ে এখন ১২ ফুট করা হয়েছে। পয়লা বৈশাখের উপহার হিসেবে পুণ্যার্থীরা পাচ্ছেন নতুন স্কাইওয়াক।

Latest article