পিজির ‘অনন্য’র উদ্বোধনে মুখ্যমন্ত্রী

পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সাফল্যকে পাথেয় করেই এই নতুন ভবনের পরিকল্পনা। অতীতে উডবার্ন ওয়ার্ড মূলত ভিআইপি রোগীদের জন্য সীমাবদ্ধ ছিল।

Must read

প্রতিবেদন : এসএসকেএম হাসপাতাল পাচ্ছে দ্বিতীয় উডবার্ন ওয়ার্ড। আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আনুষ্ঠানিকভাবে এই নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করবেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ১০২টি কেবিন ও ৮টি স্যুইট নিয়ে তৈরি এই অত্যাধুনিক ভবনের নামকরণ করেছেন ‘অনন্য’। নির্মাণে খরচ হয়েছে প্রায় ৬৬.৬৩ কোটি টাকা। এখানে থাকছে সিসিইউ এবং আধুনিক অপারেশন ফেসিলিটি।

আরও পড়ুন-দিনের কবিতা

পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সাফল্যকে পাথেয় করেই এই নতুন ভবনের পরিকল্পনা। অতীতে উডবার্ন ওয়ার্ড মূলত ভিআইপি রোগীদের জন্য সীমাবদ্ধ ছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই পরিষেবা এখন সকলের জন্য উন্মুক্ত। ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’মডেলে পরিচালিত উডবার্ন ওয়ার্ডে ইতিমধ্যেই তিন ধরনের কেবিন চালু রয়েছে। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে উডবার্ন ২। সিঙ্গল, ডাবল ও স্যুইট মিলিয়ে অভিন্ন একটি পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।
সরকারি হাসপাতালে বেসরকারি ধাঁচের চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ অনেক রোগীই পছন্দ করেন। সেক্ষেত্রে তাঁরা অতিরিক্ত খরচ করতেও রাজি থাকেন। ফলে এসএসকেএম চত্বরে নতুন প্রাইভেট কেবিন বিল্ডিং তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কর্তাদের আশা, উডবার্ন ২-এ চিকিৎসার খরচ সাধ্যের মধ্যেই থাকবে এবং রোগীদের চাহিদা পূরণ করবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের পাশাপাশি চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থার স্বাস্থ্য বিমার ক্যাশলেস পরিষেবাও মিলবে এই নতুন ভবনে। এসএসকেএমের বহির্বিভাগ বা জরুরি বিভাগে আসা যে কোনও রোগী ইচ্ছা প্রকাশ করলে উডবার্ন ২-এ ভর্তি হতে পারবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধনের পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন। তার মধ্যে অন্যতম সূর্যপুর সেতুর উদ্বোধন। এই সেতুর উদ্বোধন স্থলে উপস্থিত থাকবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

Latest article