প্রতিবেদন : আজ, বৃহস্পতিবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কাছে দুটি হাউজিং কমপ্লেক্স, একটি মাল্টি-লেভেল কার পার্কিং এবং একটি ওপেন এয়ার থিয়েটার-সহ চিলড্রেন পার্ক ও ক্যাফেটেরিয়ার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। হাউজিং কমপ্লেক্স দুটির নামকরণ করা হয়েছে ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’। আবার বহুতল কার পার্কিং এরিয়ার নামকরণ করা হয়েছে ‘সুসম্পন্ন’। একইসঙ্গে, ওপেন এয়ার থিয়েটার-সহ চিলড্রেন পার্ক ও ক্যাফেটেরিয়ার নাম রাখা হয়েছে ‘তরন্য’।