উদ্বোধনে মুখ্যমন্ত্রী

১৪ নভেম্বর সোমবার শিশুদিবসে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

১৪ নভেম্বর সোমবার শিশুদিবসে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক থাকলে ওইদিনই রাজ্যের আরও ৫টি মেডিক্যাল কলেজের ভার্চুয়ালি উদ্বােধন করবেন। বারাসত মেডিক্যাল কলেজের উদ্বোধন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি করবেন বলে জানিয়েছেন বারাসতের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষদস্তিদার। উদ্বোধনের অপেক্ষায় জোরকদমে কাজ চলছে হাসপাতালে।

আরও পড়ুন-এই হারের ব্যাখ্যা হয় না : দ্রাবিড়

রোগীদের আপৎকালীন বিভাগে পৌঁছনোর জন্য গ্রিন করিডর তৈরি হচ্ছে। মেডিক্যাল কলেজের সৌন্দর্যের জন্য তৈরি হচ্ছে সুসজ্জিত বাগান। ইতিমধ্যেই আলোচনার মাধ্যমে বিকল্প ব্যবস্থার মাধ্যমে বেআইনি দোকানপাট সরিয়ে ফেলা হয়েছে। হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো আরও বাড়বে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া, তমলুক, আরামবাগ, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম ও বারাসত এই ৬টি মেডিক্যাল কলেজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-ডুয়ার্সের উন্নয়নে

সাংসদ, জেলার মন্ত্রী, বিধায়ক সহ সকলেই সোমবার থাকবেন বলে জানা গিয়েছে। হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মণ্ডল জানান, বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদারের অক্লান্ত প্রচেষ্টায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই বারাসত জেলা সদর হাসপাতাল আজ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিণত হল। এর ফলে জেলার মানুষ সহ বারাসতবাসী চিকিৎসায় উন্নত পরিষেবা পাবেন। আগে যে যে চিকিৎসা এখানে করা সম্ভব ছিল না এবার থেকে সেই সব চিকিৎসাও মিলবে বারাসতে।

Latest article