বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাসে আজ শালবনিতে মুখ্যমন্ত্রী

আজ, সোমবার রাজ্যের উদ্যোগে জিন্দলদের তৈরি বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : আজ, সোমবার রাজ্যের উদ্যোগে জিন্দলদের তৈরি বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সোমবার সকালে শালবনি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিন্দলদের প্রকল্পকে ঘিরে বিরাট কর্মসংস্থান হবে। আপাতত দুটি ইউনিটের শিলান্যাস হবে। পরে রিভিউ মিটিং করে চাহিদা খতিয়ে দেখে বিদ্যুৎ প্রকল্পের ক্ষমতা বৃদ্ধি করা হবে। গত ১৭ এপ্রিল মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শিলান্যাসের খবর দেন। ৮০০ মেগাওয়াটের দুটি প্ল্যান্ট হবে শালবনিতে।

আরও পড়ুন-হাতি নয়, বাইসনের আছাড়ে জলপাইগুড়িতে মৃত্যু বৃদ্ধার

বিনিয়োগ হবে ১৬ হাজার কোটি টাকার বেশি। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যে বিদ্যুতের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। শালবনিতে শিলান্যাসের পরেই কাজ শুরু হয়ে যাবে। কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমেই জিন্দলরা এই বরাত পেয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার চিত্র বদলে যাবে। ফলে এলাকাবাসীদের আগ্রহ ও উন্মাদনা তুঙ্গে। বাংলা এখন শিল্পের গন্তব্য৷ দেশি-বিদেশি শিল্পপতিরা এখন বাংলাতে বিপুল পরিমাণ বিনিয়োগে আগ্রহী৷ বাম আমলের বন্ধ্যা দশা কাটিয়ে মুখ্যমন্ত্রী বাংলাকে এগিয়ে দিচ্ছেন নতুন দিশায়৷ কাল, মঙ্গলবার ২২ এপ্রিল সাড়ে বারোটা নাগাদ গোয়ালতোড়ে একটি সোলার পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন হবে। গ্রিন প্রোজেক্ট। জার্মান কোম্পানি একটা আশি শতাংশ টাকা দিচ্ছে। রাজ্য সরকার দিচ্ছে ২০% টাকা। ১১২. ৫ মেগাওয়াটের এই প্রকল্পের খরচ হবে ৭৫৭ কোটি টাকা।

Latest article