প্রতিবেদন : শনিবার বিশ্বজয়ী রিচা ঘোষকে বরণ করে নেবে সিএবি। শিলিগুড়ির মেয়ের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও টলিউডের একঝাঁক তারকার থাকার কথা।
আরও পড়ুন-কর্মী-সমর্থকদের ভালবাসার বন্যায় ভাসলেন অভিষেক
ইডেন গার্ডেন্সের লনেই জমকালো অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী বাংলার মেয়ের সংবর্ধনা অনুষ্ঠান। রিচার হাতে সোনার ব্যাট ও বল তুলে দেওয়া হবে সিএবি-র পক্ষ থেকে। তাতে সই থাকবে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর। সৌরভ ও ঝুলনকে দিয়ে রিচাকে সংবর্ধনা দেওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রীর আসা নিশ্চিত হওয়ার পর সেই পরিকল্পনা বদলাতে পারে। জানা গিয়েছে, সোনায় মোড়া স্মারকের পাশাপাশি রিচাকে আর্থিক পুরস্কারও দেওয়া হচ্ছে সিএবি-র তরফে। শুক্রবার সকালেই বাংলার বিশ্বজয়ী কন্যা ঘরে ফেরেন। বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে হুডখোলা জিপে বাড়ি ফেরেন রিচা। তাঁকে ঘিরে আবেগের বিস্ফোরণ ঘটে শিলিগুড়িতে। ফুল দিয়ে সাজানো জিপের পাশে গোটা রাস্তায় ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন ক্লাব ও স্কুলের শিক্ষার্থীরা রিচাকে স্বাগত জানায়। লাল কার্পেটে গার্ড অফ অনার দেওয়া হয় তাঁকে। স্থানীয় মেয়র গৌতম দেবের নেতৃত্বে রিচাকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। বিকেলে বাঘাযতীন পার্কে লাল স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় চ্যাম্পিয়ন মেয়েকে। বিশেষ সংবর্ধনা দেওয়া হয় শিলিগুড়ি পুরসভার তরফে। অভিনন্দনের জোয়ারে ভেসে রিচা বলেন, নিজের শহরে ফিরে দারুণ অনুভূতি হচ্ছে। সুভাষপল্লিতে রিচার বাড়ি রঙিন আলো, ফুল দিয়ে সেজে উঠেছে।

