বঙ্গ

১৮ তারিখ থেকেই বড়দিনের উৎসবের সূচনা মুখ্যমন্ত্রীর

১৮ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই দিন থেকেই ৪ জানুয়ারি পর্যন্ত অ্যালেন পার্কে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এ বছর শিল্প সম্মেলনের কর্মসূচির কথা মাথায় রেখে বড়দিনের উৎসবের সূচিতে কিছুটা বদল আনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন-”দেবতার বিশ্রাম নেই” বাঁকে বিহারী মন্দিরে সময় নিয়ে প্রশাসনকে নিশানা সুপ্রিম কোর্টের

প্রতি বছর সাধারণত ২০ ডিসেম্বর বড়দিনের উৎসবের উদ্বোধন করা হয়। কিন্তু এ বছর ১৭ ও ১৮ ডিসেম্বর রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কর্মসূচি থাকায় বড়দিনের অনুষ্ঠানের সূচি এগিয়ে আনা হয়েছে। নবান্ন সূত্রে খবর, ১৭ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে বসছে এমএসএমই সংক্রান্ত বৈঠক। পরদিন, ১৮ ডিসেম্বর আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হবে বিজনেস কনক্লেভ। ওই কনক্লেভে যোগ দিতে শহরে আসছেন দেশি ও বিদেশি শিল্পপতি, বিনিয়োগকারী এবং বণিক মহলের প্রতিনিধিরা।

নবান্নের তরফে জানানো হয়েছে, বিজনেস কনক্লেভের কর্মসূচি শেষ করেই মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিটে গিয়ে বড়দিনের উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন। শিল্প সম্মেলন এবং বড়দিনের উৎসব—এই দুই কর্মসূচি একসঙ্গে থাকায় এ বার শহরের সাজসজ্জা ও প্রস্তুতির দিকেও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-পুলিশের ধাওয়া! পার্টির পর পালাতে গিয়ে ড্রেন পাইপ থেকে পড়ে আশঙ্কাজনক তরুণী

শিল্প সম্মেলনের কথা মাথায় রেখে বড়দিনের আলোকসজ্জায় বিশেষ নজর দিচ্ছে কলকাতা পুরসভা। পার্ক স্ট্রিটের পাশাপাশি ভবানীপুর এলাকাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র হওয়ার পাশাপাশি এই এলাকাতেই রয়েছে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহ, যেখানে অনুষ্ঠিত হবে শিল্প সম্মেলন। সেই কারণেই ভবানীপুর ও সংলগ্ন এলাকাকেও আলোর সাজে মুড়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন-নাগরিক পরিষেবায় নতুন মোবাইল অ্যাপ চালু বিধাননগর পুলিশ কমিশনারেটের

পুরসভা সূত্রে খবর, বড়দিনের আলোকসজ্জার জন্য এ বছর কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিল্প সম্মেলনের জন্য শহরে আসা দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে যাতে কলকাতা ও পশ্চিমবঙ্গ সম্পর্কে কোনও নেতিবাচক বার্তা না যায়, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য প্রশাসন। শিল্প সম্মেলন ও বড়দিনের উৎসবকে কেন্দ্র করে তাই এ বার ডিসেম্বর জুড়ে শহর জুড়ে প্রস্তুতির ছবিটা আরও স্পষ্ট হয়ে উঠছে।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

35 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

44 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago