সোমবার গঙ্গাসাগর পরিদর্শনে মুখ্যমন্ত্রী

এদিন দুপুরে সাগরদ্বীপের হেলিপ্যাড থেকে সরাসরি ভারত সেবাশ্রম সংঘের কার্যালয়ে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে মহারাজের সঙ্গে দেখা করবেন তিনি।

Must read

দেবনীল সাহা, গঙ্গাসাগর: শিয়রে গঙ্গাসাগর (Gangasagar) মেলা। আগামী শুক্রবার থেকেই স্বমহিমায় শুরু হয়ে যাবে সাগরমেলা। শেষ মুহূর্তের প্রস্তুতিকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতা তুঙ্গে। দফায় দফায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা প্রস্তুতি খতিয়ে দেখে বৈঠক করছেন। সোমবার সেই প্রস্তুতি ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সাগর-সফরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-তিনমাসে ২ হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

এদিন দুপুরে সাগরদ্বীপের হেলিপ্যাড থেকে সরাসরি ভারত সেবাশ্রম সংঘের কার্যালয়ে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে মহারাজের সঙ্গে দেখা করবেন তিনি। এরপর কপিলমুনির মন্দিরে গিয়ে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। মন্দিরের প্রধান পুরোহিত জ্ঞানদাস মোহন্তের সঙ্গেও দেখা করবেন। একইসঙ্গে গঙ্গাসাগর হেলিপ্যাড ময়দানের পাশে পুণ্যার্থীদের জন্য তৈরি ১০০ শয্যার শিবির, পাথরপ্রতিমায় জেটি, ‘পথশ্রী’ প্রকল্পের কিছু রাস্তা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র-সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বাংলাদেশ থেকে ঘরে ফেরা কাকদ্বীপ ও নামখানার ৯৫ মৎস্যজীবী ও তাঁদের পরিবারের সঙ্গে দেখা করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রবিবারই মধ্য বঙ্গোপসাগরের আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের আটক হওয়া মৎস্যজীবীদের আদান-প্রদান হয়েছে। তাঁদের প্রাথমিকভাবে সাগরদ্বীপে অভ্যর্থনা জানানোর জন্য রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী বঙ্কিম হাজরা ও মন্টুরাম পাখিরা।

Latest article