১৫ ডিসেম্বর জগন্নাথ মন্দিরের কাজ দেখতে যাবেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : পুরীর জগন্নাথ মন্দিরের আদলে সেজে উঠছে দিঘার জগন্নাথ মন্দির। এবার সেই কাজ কতদূর তা সরেজমিনে খতিয়ে দেখতে দিঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জানা গিয়েছে, চলতি মাসের ১৫ তারিখে সেখানে গিয়ে মন্দিরের কাজ ঘুরে দেখবেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি করার কথা ছিল হিডকোর। কিন্তু পরবর্তীকালে মন্দিরের জায়গা স্থানান্তরিত হয়ে নিউ দিঘার দিঘা লারিকা হলিডে ইনের পাশে তৈরি হচ্ছে মন্দির। দেড়শো কোটি টাকা খরচা করে বাইশে একর জায়গায় তৈরি করা হচ্ছে মন্দির। এদিন বিধানসভায় অখিল গিরিকে জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতির কথা জানতে চান মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

আরও পড়ুন- জলের লাইনে বেনিয়ম বরদাস্ত নয় : মুখ্যমন্ত্রী

Latest article