বঙ্গ

”আপনারা আমাদের দায়িত্ব”, সোমবার উত্তরের জেলায় বৃষ্টি ধসে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

পাহাড়ে প্রবল বৃষ্টির ফলে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম (Sikkim)। একের পর এক এলাকায় ধস নেমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। পূর্বাভাস মতো গত তিনদিন ধরে টানা বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের সব জেলায়। বৃষ্টির পরিমাণ অনেকটাই ছিল পাহাড়ি এলাকাগুলিতে। টানা বর্ষণের ফলে শনিবার রাত থেকে ধস নামতে শুরু করে ও এর জেরে বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক। তিস্তাবাজারের কাছে ২৯ মাইল ভালুখোলায় জল উঠে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। এর মাঝেই মিরিক ও দুধিয়ার মাঝের লোহার সেতুর একাংশ ভেঙে পড়ায় শিলিগুড়ির সঙ্গে মিরিক ও দার্জিলিংয়ের যোগাযোগও বিচ্ছিন্ন।

আরও পড়ুন-নিউটাউনের গেস্ট হাউসে আইটি কর্মীর দেহ উদ্ধার

এই আবহে পরিস্থিতি খতিয়ে দেখতে কাল সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকছেন মুখ্যসচিব মনোজ পন্থ। সূত্রের খবর, বৃষ্টি ধসে বিপর্যস্ত এলাকায় যেতে পারেন তিনি। রবিবার নিজেই তিনি জানিয়েছেন শনিবার রাত থেকে টানা ১২ ঘণ্টা প্রায় ৩০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। এছাড়া যে সমস্ত পর্যটকরা দার্জিলিং, কালিম্পং, মিরিকে বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন, তাঁদের হোটেল থেকে না বেরোনোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। বিকেলের মধ্যেই তিনি পৌঁছে যাবেন শিলিগুড়িতে। সেখান থেকেই বন্যা পরিস্থিতি এবং ত্রাণ কার্যক্রমের উপর নজর রাখবেন নিজেই।

মুখ্যমন্ত্রী জানান, ‘‘মিরিক, দার্জিলিং, কালিম্পং সব জায়গায় প্রায় ৭টা ল্যান্ড স্লাইড হয়েছে। তার মধ্যে বৃষ্টি। লোহার সেতু ভেঙে গিয়েছে মিরিকে। দার্জিলিংয়েও একটা ভেঙেছে। কালিম্পংয়ের রাস্তা বন্ধ। যে পর্যটকরা আটকে আছেন, আমি বলব, যে যেখানে আছেন সেখানেই থাকবেন। অতিরিক্ত হোটেল ভাড়া যেন না দিতে হয়। প্রশাসন যেন সেই বিষয়টা দেখে। প্রয়োজনে সরকার দেখবে। আমরা সকলকে সেফলি নিয়ে আসব। কেউ যেন তাড়াহুড়ো করতে না যান। আপনারা আমাদের দায়িত্ব। সকলকে ঠিকমতো আমরা পৌঁছে দেবো।’’

ডিভিসিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “আর দক্ষিণবঙ্গে ডিভিসি জল ছেড়েছে গাদাগাদা। দক্ষিণবঙ্গের ঘাটাল ভাসছে। ঘাটাল নিচু জমি। সেই কারণে জল জমছে। ডিভিসি জল ছাড়লেই জমে যায়। তারপর গঙ্গা ভর্তি। সামনেই জোয়ার আছে। গঙ্গা যদি ভর্তি থাকে জল বেরবে কোথা দিয়ে? সারা পৃথিবীতে বিপর্যয় চলছে। দীর্ঘদিন প্রকৃতিকে অবহেলা করার জন্য হচ্ছে।”

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শিলিগুড়ি গিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি পর্যালোচনা করবেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য প্রশাসনের ত্রাণ ও উদ্ধারকাজে নেমে পড়েছে। নবান্নে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। এছাড়া পর্যটকদের সহায়তার জন্য হেল্পলাইন খুলেছে দার্জিলিং পুলিশ। যোগাযোগের নম্বর +৯১ ৯১৪৭৮ ৮৯০৭৮। তিস্তার পাড়ের প্রায় দেড়শো পরিবারকে নিরাপদে সরানো হচ্ছে। নবান্নের তরফে প্রতিটি জেলায় প্রশাসনিক আধিকারিকদের টহল ও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

20 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

44 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

48 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

57 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago