বিদেশি অতিথিদের বাংলায় ছবি করতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : পাহাড়-সাগর-নদী-সহ প্রাকৃতিক সম্পদে ভরপুর বাংলা। ছবি তৈরির জন্য আদর্শ জায়গা রয়েছে বাংলায়। আপনারা এখানে ছবির শ্যুটিং করুন। আপনাদের দেশের শিল্পী ও আমাদের এখানকার শিল্পীরা একসঙ্গে কাজের সুযোগ পাবেন। প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। সবরকম সহযোগিতা পাবেন। বাংলায় আসুন। ৩০তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের (KIFF 2024) মঞ্চ থেকে এভাবেই বাংলাকে বিশ্বদরবারে তুলে ধরে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন অভিনেতা, সাংসদ শত্রুঘ্ন সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলা সশক্তীকরণের রোল-মডেল এবং আইরন লেডি বলে উল্লেখ করেন তিনি। সাংসদ বলেন, তাঁর উদ্যোগেই চলচ্চিত্র উৎসব এই পর্যায়ে পৌঁছেছে। ‘সড়ক থেকে সংসদ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামবহুল এই দীর্ঘ যাত্রাকে কুর্নিশ জানান অভিনেতা। কলকাতার সঙ্গে তাঁর সম্পর্কের কথাও উল্লেখ করেন। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- ফের রাজ্য পুলিশে রদবদল, নতুন পদে দময়ন্তী, কে হবেন গোয়েন্দা প্রধান?

মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সিনেমার কোনও সীমারেখা হয় না। এক্ষেত্রে তিনি উল্লেখ করেন, এই পৃথিবী একটাই দেশ। তিনি জানান, এবছর ২১টি দেশের ১৭৫টি ছবি দেখানো হবে। ফোকাস কান্ট্রি ফ্রান্স। সেখানকার ২১টি ছবি জায়গা পেয়েছে এই উৎসবে (KIFF 2024)। আর্জেন্টিনা, ফ্রান্স-সহ একাধিক দেশের স্বনামধন্য পরিচালক এবং সিনেমা পার্সোনালিটিদের মুখ্যমন্ত্রীর আবেদন, চলচ্চিত্র উৎসবে ছবি দেখা ও চর্চার পাশাপাশি ঘুরে দেখুন কলকাতাও। ভাল লাগবে আমাদের এই শহর। ফেস্টিভ্যাল চেয়ারম্যান পরিচালক গৌতম ঘোষকে বিশেষ ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানের দুই সঞ্চালক অভিনেতা যিশু সেনগুপ্ত এবং অভিনেত্রী সাংসদ জুন মালিয়াকে। ডোনা গঙ্গোপাধ্যায়ের দলের নাচ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আবহসঙ্গীতে ছিল মুখ্যমন্ত্রীর লেখা গান। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে কালজয়ী বাংলা ছবি দেখতে পাবেন। এবারের উদ্বোধনী ছবি পরিচালক তপন সিংহের ‘গল্প হলেও সত্যি’। এদিন টলিউডের একঝাঁক শিল্পী-কলাকুশলীকে সংবর্ধনা জানানো হয় মঞ্চে।

Latest article