কালীঘাটে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত বাড়িতে মুখ্যমন্ত্রী

শনিবার সকালে বজ্রপাতের মাত্রা এতটাই ছিল যে সেই সময় ভ্রাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায়কে শঙ্খ বাজাতে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

শনিবার সকালে বজ্রপাতের মাত্রা এতটাই ছিল যে সেই সময় ভ্রাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায়কে শঙ্খ বাজাতে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেটা শুনে আশপাশের বাড়িতেও বাজে শঙ্খ। সেই ধ্বনিতে কম বজ্র গর্জন। টালা প্রত্যয়ের মণ্ডপ উদ্বোধন করে এ কথা জানান স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান।

আরও পড়ুন-আইআইটি খড়্গপুরে ফের পড়ুয়ার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

শনিবার থেকে পুজোর মণ্ডপ উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী। তবে, দেবীপক্ষ শুরু না হওয়ায় তিনি প্রতিমা উদ্বোধন করে না। প্রথমে হাতিবাগান সর্বজানীনের মণ্ডপ উদ্বোধন করেন মমতা। এরপরে যান টালা প্রত্যয়ে। এবার তাদের থিম ‘বীজ অঙ্গন’। সেটাও মুখ্যমন্ত্রী করে দেওয়া। থিমসংও মমতার লেখা ও সুর দেওয়া।

এদিকে এদিন সকাল থেকে বর্ষণমুখর দক্ষিণবঙ্গ। কলকাতা ও আশপাশের অঞ্চলে মুহুর্মূহ বাজ পড়ে। সেই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, খুব জোরে জোরে বাজ পড়ছিল। মমতার সঙ্গে থাকেন তাঁর ভ্রাতৃবধূ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা। তাঁকে শাঁখ বাজাতে বলেন মুখ্যমন্ত্রী। তাঁর শঙ্খধ্বনি শুনে আশপাশের বাড়িতেও বাজে শাঁখ। সেই ধ্বনিতে কম বজ্র গর্জন।

আরও পড়ুন-বন্ধুত্বের পরিণাম শুল্ক-H1B ভিসা! বিদেশি কর্মী নিয়োগে লাগবে ১ লক্ষ ডলার, নির্দেশ ট্রাম্পের

তখন মুখ্যমন্ত্রীর কাছে খবর আসে কালীঘাটে তাঁর পাড়াতেই একটি বাড়িতে বাজ পড়ে ছাদ ভেঙে যায়। তবে, বরাত জোরে বেঁচে গিয়েছেন বাসিন্দারা। সেখানে গিয়ে তাঁদের খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পড়শি মমতাকে পাশে পেয়ে আপ্লুত বাসিন্দারা।

Latest article