বাজের প্রকোপ, পুজো উদ্বোধনে রাজ্যবাসীকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

মহালয়ার (Mahalaya) আগেই দুর্যোগ দক্ষিণবঙ্গ জুড়ে। বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হয় জেলায় জেলায়। এদিন বজ্রপাতের প্রকোপ ছিল মারাত্মক।

Must read

প্রতিবেদন : মহালয়ার (Mahalaya) আগেই দুর্যোগ দক্ষিণবঙ্গ জুড়ে। বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হয় জেলায় জেলায়। এদিন বজ্রপাতের প্রকোপ ছিল মারাত্মক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে সতর্ক থাকার বার্তা দেন রাজ্যবাসীকে। টালা প্রত্যয়ে পুজো উদ্বোধনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, সকালে বৃষ্টির সঙ্গে প্রবল বাজ পড়তে শুরু করে। সেই সময় ভ্রাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায়কে শঙ্খ বাজাতে বলেন তিনি। তারপর আশপাশের বাড়িতেও বেজে ওঠে শঙ্খ। তারপরই বজ্রগর্জন খানিকটা কমে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে কাল ১৭ গানের অ্যালবাম প্রকাশ

এদিন থেকেই পুজোর মণ্ডপ উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী। দেবীপক্ষ শুরু না হওয়ায় প্রতিমা উদ্বোধন করেন না তিনি। প্রথমে হাতিবাগান সর্বজনীনের মণ্ডপ উদ্বোধন করেন। তারপরে যান টালা প্রত্যয়ে। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, বর্ষণমুখর দিনে বাজ পড়ে কালীঘাটে তাঁর পাড়াতেই একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাজ পড়ে ছাদ ভেঙে যায়। তবে, বরাতজোরে বেঁচে গিয়েছেন বাসিন্দারা। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে আপ্লুত পড়শিরা। একইসঙ্গে সকলকে সতর্ক করে জানান, এখন বাজ পড়ার প্রবণতা বেশি। সবাই সাবধানে থাকবেন। দুর্যোগের সময় খোলা আকাশের নিচে বেরোবেন না। তিনি বলেন, মা শান্তির বার্তা নিয়ে আসছেন। মঙ্গলশঙ্খ বাজবে ঘরে ঘরে।

Latest article