মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই জানান দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের দুটি নতুন এবং দুটি পুরনো থানা কলকাতা পুলিশের (Kolkata Police) আওতায় আসবে। সূত্রের খবর, মঙ্গলবার ভার্চুয়ালি থানাগুলির উদ্বোধন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার চারটি থানায় পরিদর্শনে গিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। ভাঙড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জুলাই মাসে মুখ্যমন্ত্রী ভাঙড়, উত্তর কাশিপুর, পোলেরহাট এবং চন্দনেশ্বর থানাকে কলকাতা পুলিশের আওতাধীন করার কথা ঘোষণা করেছিলেন। আইন পাস করিয়ে গেজেট প্রকাশ করা হয়ে গিয়েছিল। অবশেষে থানাগুলির উদ্বোধনের দিনক্ষণ প্রকাশ্যে এল।
আরও পড়ুন-রাজ্যের নয়া স্বরাষ্ট্রসচিব হলেন নন্দিনী চক্রবর্তী
১ জানুয়ারি ২০২৪ থেকেই নতুন দুটি থানা-পোলেরহাট এবং চন্দনেশ্বর সহ মোট চারটি থানাতেই ফোর্স চলে আসবে। শনিবার রাতেই ভাঙরের নবনিযুক্ত ডেপুটি কমিশনার সৈকত ঘোষের নেতৃত্বে হেলমেট, লাঠি, ওয়াকিটকি চারটি থানায় পৌঁছে গেছে। সামনেই লোকসভা নির্বাচন। আর প্রতিবারেই দেখা গিয়েছে নির্বাচনের আগে ভাঙড়ের পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন-সরকারি অনুষ্ঠানে ‘রাজ্য সঙ্গীত’ বাধ্যতামূলক, জারি নির্দেশিকা
গত পঞ্চায়েত নির্বাচনেও শাসক এবং বিরোধী আইএসএফ-এর মধ্যে সংঘর্ষে রীতিমতো আতঙ্কে থেকেছে ভাঙড়। মৃত্যুর খবরও প্রকাশ্যে আসে। শুধু তাই নয়, ভোট মিটে গেলেও ঝামেলা থামেনি। আগস্ট মাসে নতুন ভাঙড় ডিভিশন তৈরি হওয়ার কথা গেজেট প্রকাশ করে জানানো হয়। তার বাস্তবায়ন নিয়ে আশাবাদী সকলেই।