প্রতিবেদন : ২৭ জুলাই কেন্দ্রের নীতি আয়োগের বৈঠক। ওই বৈঠকে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই কারণে মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন। বৈঠক করবেন দলীয় সাংসদদের সঙ্গে। এছাড়াও নেত্রী দিল্লিতে যাওয়া মানেই বিরোধী নেতৃত্বের সঙ্গে বৈঠক। ফলে এই সফরে সেই সম্ভবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন-ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, উত্তরপ্রদেশে লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের ১২টি বগি, বাড়ছে মৃতের সংখ্যা
নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী একদিকে যেমন রাজ্যের দেড় লক্ষ কোটি বকেয়ার দাবিতে সোচ্চার হবেন, পাশাপাশি জোট শরিকরাও কেন্দ্রের সরকারকে কোণঠাসা করতে সলতে পাকানো শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া মানেই এই প্রতিবাদ যে চরম পর্যায়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেমন রাজ্যগুলি তাদের বকেয়ার দাবি জানাবে তেমনি অন্যদিকে এজেন্সির অপব্যবহার থেকে শুরু করে রাজ্যপালের মতো সাংবিধানিক প্রধানের রাজনৈতিক আচরণ নিয়েও সরব হবে। পাশাপাশি ন্যায় সংহিতা নিয়ে বৈঠকে যে ইন্ডিয়ার জোটের কাছে প্রবল বিরোধিতার মুখে পড়বে কেন্দ্রীয় সরকার তা বলার অপেক্ষা রাখে না।