সইফের দ্রুত আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী

অতএব দুপুরেই দুষ্কৃতী বাড়িতে ঢুকে বসেছিল বলেই প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। আপাতত তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Must read

প্রায় আড়াই ঘণ্টা অস্ত্রোপচারের পর অবশেষে সইফ আলি খানের (Saif Ali Khan) শরীর থেকে ভাঙা ছুরির অংশ বের করা হয়েছে। স্বাভাবিকভাবেই মুম্বইয়ের এমন এক অভিজাত পরিবারের উপর এই ধরণের আক্রমণে নড়েচড়ে বসেছে প্রশাসন। এই মুহূর্তে বান্দ্রা এলাকার ওই আবাসন ঘিরে রেখেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা। বাড়ির নীচে আছেন এনকাউন্টার বিশেষজ্ঞ দয়া নায়েক। সইফের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে এবং সেখানে বুধবার রাতে ঘটনার দু’ঘণ্টা আগে পর্যন্ত সন্দেহজনক কাউকে বাড়ির ভিতর ঢুকতে দেখা যায়নি। অতএব দুপুরেই দুষ্কৃতী বাড়িতে ঢুকে বসেছিল বলেই প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। আপাতত তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন-পর্যটকের মৃত্যু

বুধবার গভীর রাতে সইফের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যে তারা ঢুকেছিল তবে কোন পরিচারিকাকে টার্গেট করার বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। জানা গিয়েছে, এদিন পরিচারকদের চিৎকারে নিজের ঘর থেকে বেরিয়ে আসেন সইফ। এরপর তাঁর সঙ্গে রীতিমত হাতাহাতি হয় দুষ্কৃতীদের। তাঁকে হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে। আপাতত তিনি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন, অস্ত্রোপচার শেষ হয়েছে ও কিছুক্ষনের মধ্যেই আইসিইউতে স্থানান্তর করা হবে। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যেরা ঘটনার তদন্ত শুরু করেছেন।

আরও পড়ুন-রাতারাতি গল্ফ গ্রিনে মহিলা খুনে সমাধান পুলিশের, গ্রেফতার ভাইপো

এই ঘটনায় নিজের এক্স হ্যান্ডেলে সইফের দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, বিখ্যাত অভিনেতা সাইফ আলি খানের উপর হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি। আমি বিশ্বাস করি আইন তার সঠিক গতিপথ গ্রহণ করবে এবং এই ঘটনার নেপথ্যে যারা আছে তারা দোষী সাব্যস্ত হবে। এই কঠিন সময়ে শর্মিলা দি, কারিনা কাপুর এবং তাদের পুরো পরিবারের পাশে আছি।”

 

Latest article