প্রতিবেদন : হাজারও প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও বসন্ত উৎসবের আবহে ফের কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রকাশ পেল তাঁর কথায় ও সুরে এবং মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের গাওয়া গান ‘দোলের এই সমারোহে, ফাগুন দাও দল মাতিয়ে/রাঙিয়ে দাও রাঙিয়ে দাও রাঙিয়ে দাও রাঙিয়ে দাও/রঙের ফাগুনে সবুজ বাগানে রং লেগেছে বনে বনে’। দোলযাত্রা এবং হোলি উৎসব উপলক্ষে প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) এই গান। সমাজমাধ্যমে সেই গানের ভিডিও পোস্ট করে বাংলার মানুষকে দোল ও হোলির শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, সকলকে আসন্ন আনন্দের দোলযাত্রা ও রঙিন হোলি উৎসবের আগাম শুভেচ্ছা। রঙের এই উৎসবের উদযাপন আনন্দ, ভালবাসায় আরও রঙিন হয়ে উঠুক।