ভাষা আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী লিখলেন গান

Must read

প্রতিবেদন : ভাষা আন্দোলন নিয়ে পথে নেমে শুধু প্রতিবাদ নয়, গানও বাঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রতিবাদী সেই গানে সুরও দিয়েছেন তিনি। ইন্দ্রনীল সেনের গাওয়া সেই গান ভাষা আন্দোলনের প্রতিবাদমঞ্চ মাতিয়ে দিয়েছে। ভাষা আন্দোলনে পথে-নামা কর্মী-সমর্থকদের উজ্জীবিত করবে এই গান। ইতিমধ্যেই বিভিন্ন মঞ্চে এই গান বাজতে শুরু করেছে। গানের কথা এইরকম—
ওঠো বজ্র কণ্ঠে
গাও বাংলার গান
এসো রক্ষা করো ভাষার সম্মান।

যতই চেষ্টা করো হবে না সফল
সইব না অত্যাচারের শৃঙ্খল।
ভেব না আমরা সব চুপ থাকব,
চারিদিকে প্রতিবাদ গড়ে তুলব।

রক্ষা করো রক্ষা করো
সকলকে আহ্বান
মাতৃভূমি বাংলা সবার মহান।
এসো এগিয়ে, এসো সব লড়াই করো
অস্তিত্বের ঠিকানা গড়ো।
মানছি না, মানব না
বাংলার সংস্কৃতির অসম্মান।
মানব না, মানছি না
বাংলার সম্প্রীতির অপমান।

জিতবেই জিতবেই
বাংলা জিতবে জিতবেই।
জয় বাংলা, জয় বাংলা
জয় জয় জয় হে।

আরও পড়ুন- তাড়াতাড়ি বিয়ে কেন? নিজের পায়ে দাঁড়াতে দিন কন্যাশ্রীদের

Latest article