প্রয়াত প্রখ্যাত সঙ্গিত শিল্পী বাপ্পি লাহিড়ী। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ৬৯ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। গত বছর তিনি কভিড আক্রান্ত হয়েছিলেন। যদিও সেই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। তবে এবারে আর ফেরা হল না তাঁর। তাঁর এই অকাল প্রয়াণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ্ঞাপন করেছেন।
আরও পড়ুন-সঙ্গীত জগতের নক্ষত্র পতন, বাপ্পি লাহিড়ীর জীবনাবসান
পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২
স্মারক সংখ্যা: ৪৯/আইসিএ/এনবি
তরিখ: ১৬/২/২০২২
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
কিংবদন্তি সুরকার ও সঙ্গীতশিল্পী বাপী লাহিড়ী (অলোকেশ লাহিড়ী)-র প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৯ বছর।
উত্তরবঙ্গের সন্তান আমাদের বাপী লাহিড়ী অসামান্য প্রতিভা ও কঠোর পরিশ্রমে সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর সাঙ্গীতিক অবদানের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন, দীর্ঘ কয়েক দশক ধরে অবিস্মরণীয় সুরের জাদুতে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। হিন্দী,বাংলা ছাড়াও তিনি তেলুগু, তামিল, কন্নড় সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রের গানে সুরারোপ করেছিলেন।
পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘বিশেষ চলচ্চিত্র পুরস্কার’, ২০১৫ স্পেশ্যাল লাইফ টাইম অ্যাওয়ার্ড, ২০১৬ সালে ‘মহানায়ক সম্মান’ ও ২০১৭ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে।
তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল।
আমি বাপী লাহিড়ীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।
মমতা বন্দ্যোপাধ্যায়