প্রয়াত প্রখ্যাত গজল গায়ক পঙ্কজ উধাস, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

দীর্ঘ রোগভোগের পর মৃত্যু হল প্রখ্যাত গজল গায়ক পঙ্কজ উধাসের (Pankaj Udhas)। ৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন পঙ্কজ।

Must read

প্রতিবেদন : ৭২ বছরে থামল সফর। দীর্ঘ রোগভোগের পর মৃত্যু হল প্রখ্যাত গজল গায়ক পঙ্কজ উধাসের (Pankaj Udhas)। ৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন পঙ্কজ। সোমবার সকাল ১১টায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যামে তিনি লিখেছেন প্রবীন সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাসের প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। তিনি ছিলেন আমাদের সময়ের ভারতীয় গজলের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল ভারতীয় সঙ্গীত জগতের।

আরও পড়ুন-আধারকার্ড বাতিল নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ, ভোটে ইডির ভূমিকা কী, প্রশ্ন তৃণমূলের

সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় শিল্পীর টিমের তরফে। সেখানে জানানো হয়, পঙ্কজ স্যার দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং গত কয়েকদিন একেবারেই সুস্থ ছিলেন না। আজ সকাল ১১টা নাগাদ ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পদ্মশ্রী পঙ্কজ উধাসের জন্ম ১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেতপুরে। ১৯৮০ সালে প্রকাশিত হয় তাঁর নয়া গজল অ্যালবাম। ‘আহাট’ নামে অ্যালবাম প্রকাশ করে তিনি তাঁর সংগীতজীবন শুরু করেন। বলিউডে সঞ্জয় দত্তের ‘নাম’ ছবির জন্য বিখ্যাত ‘চিঠি আয়ি হ্যায়’ গানটি গেয়ে তিনি পৌঁছে যান জনপ্রিয়তা শীর্ষে। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’-এর মতো একাধিক সৃষ্টি রয়েছে তাঁর ঝুলিতে।

Latest article