সংবাদদাতা, লাভপুর : মুখ্যমন্ত্রীর শিল্পী ভাতাই ভরসা বহুরূপীর। লাভপুরের বিষয়পুর বহুরূপীর গ্রাম। অশীতিপর বহুরূপী জিতেন দাস বৈরাগ্যর বিভিন্ন বহুরূপী সাজের খ্যাতি জেলার সীমানা পেরিয়েছে। তাঁর অভিনয় সবসময় মানুষের মন জয় করেছে। বহুরূপীর ভূমিকায় ছোটখাটো সিরিয়ালে অভিনয়ও করেছেন।
আরও পড়ুন-হাওড়ার পার্ক রাজ্যের মডেল
তাঁর বহুরূপী সাজে তাঁর নিজের মাও চিনতে পারেননি। গ্রামের বাসিন্দাদের তাক লেগে যায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বহুরূপী সাজে। এমন বহু ঘটনাই এখন তাঁর স্মৃতি। এখন বয়সের ভারে আর বহুরূপী সাজতে পারেন না। এক ছেলে আছে, সেও অসুস্থ। ভিক্ষাবৃত্তি করে কাটে জীবন। তবে জীতেন দাস বৈরাগ্য বলেন, আমাদের মমতা দিদির কাছে আমি কৃতজ্ঞ। তাঁরই দেওয়া শিল্পী ভাতা আমার বাঁচবার একমাত্র অবলম্বন। প্রতিমাসেই হাজার টাকা পাই। তিনি দীর্ঘজীবী হোন।