প্রতি বছরের ১৫ সেপ্টেম্বর ভারতে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস (Engineer’s Day) পালন করা হয় । এই দিনটি মোক্ষগুণদম বিশ্বেশ্বরায়ার জন্মদিন। ‘ভারত রত্ন’ প্রাপ্ত এই বিখ্যাত ইঞ্জিনিয়ার ‘ফাদার অফ মডার্ন মাইসোর’ নামে পরিচিত। এই জগৎ বিখ্যাত ইঞ্জিনিয়ারকে সম্মান জানাতেই ভারতে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর জাতীয় ইঞ্জিনিয়ার দিবস হিসাবে পালন করা হয়।
আরও পড়ুন-জন্মদিনে সূর্যোদয় পাকিস্তানকে উড়িয়ে
এই দিন উপলক্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ”স্যার এম বিশ্বেশ্বরায়ার জন্মবার্ষিকীতে তাঁর অসাধারণ অবদানের কথা মনে করে এই ‘ইঞ্জিনিয়ার দিবসে’ সকল ইঞ্জিনিয়ারদের তাদের দূরদর্শিতা এবং নিষ্ঠার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য গর্বিত।”
আরও পড়ুন-বাংলার অন্য রকম তিন পুজোর সমাচার
প্রসঙ্গত, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং বিখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার স্কলার বিশ্বেশ্বরায়া ভারতের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিলেন। ১৮৬১ সালের ১৫ সেপ্টেম্বর বিশ্বেশ্বরায়া কর্নাটকে জন্মগ্রহণ করেন। মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক হন। এরপর পুণের কলেজ অফ সায়েন্স থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে এগিয়ে যান। ১৫ সেপ্টেম্বর ভারতজুড়ে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয় তাঁকে স্মরণ করেই।
Remembering Sir M Visvesvaraya and his remarkable contributions on his birth anniversary.
Greetings to all engineers on this ‘Engineers’ Day’ for their vision and dedication. We take pride in our engineers.
— Mamata Banerjee (@MamataOfficial) September 15, 2025