খুন মালদহের বাবলা, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

মালদায় ইংরেজ বাজারে তৃণমূল জেলা সহ-সভাপতি খুনে কার্যত পুলিশি নিষ্ক্রিয়তার দিকেই আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

Must read

প্রতিবেদন : মালদায় ইংরেজ বাজারে তৃণমূল জেলা সহ-সভাপতি খুনে কার্যত পুলিশি নিষ্ক্রিয়তার দিকেই আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে পুলিশের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। এদিন সকালে ইংরেজবাজার শহরের জনবহুল এলাকায় দলীয় কার্যলয়ের কাছেই খুন হন তৃণমূল কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার। অন্যান্য দিনের মতো এই দিনেও সকালবেলা পার্টি অফিস থেকে বেরিয়ে নিজের কারখানার উদ্দেশ্যে রওনা দেন দুলালবাবু। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৩ বাইক আরোহী। খুব কাছ থেকে মোট চার রাউন্ড গুলি চালায় তারা। তার মধ্যে ৩ রাউন্ড গুলি লাগে দুলালবাবুর শরীরে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মীরা তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন-মোদীরাজ্যে কবর থেকে দেহ চুরি করে গাড়িতে আগুন ধরালেন ব্যবসায়ী

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল বলে চিহ্নিত করতে সমস্যা হচ্ছে। তবে গোটা এলাকায় নাকা তল্লাশি শুরু হয়েছে। দু’জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, আমার ঘনিষ্ঠ সহযোগী এবং জনপ্রিয় নেতা বাবলা সরকার আজ খুন হয়েছেন। তৃণমূলের গোড়ার দিন থেকে উনি (বাবলা) এবং তাঁর স্ত্রী চৈতালি সরকার দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন। বাবলা কাউন্সিলর হিসাবেও নির্বাচিত হয়েছেন। এই ঘটনার কথা জেনে আমি দুঃখিত এবং হতবাক। অপরাধীদের দ্রুততার সঙ্গে ধরা উচিত। এরপর তিনি এদিন জানান, মালদায় আমাদের নেতা বাবলা সরকার খুন হয়েছেন। পুলিশের গাফিলতিতেই খুন হয়েছে বাবলা। ও আগে পুলিশের নিরাপত্তা পেত। পরে ওর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। আমি ববি আর সাবিনাকে মালদায় যেতে বলেছি।

Latest article