বিধি মেনে কালীপুজো (Kalipuja) আয়োজিত হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে। প্রতি বছরই নিষ্ঠা ভরে এই দিন নিজে বসে থেকে সবকিছুর তদারকি করেন তিনি। এবারেও ব্যতিক্রম নয়। এই বছর দীপান্বিতা কালীপুজোর তিথির আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী প্রতিমার ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করলেন মুখ্যমন্ত্রী।
প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজো আয়োজিত হয়। সেখানে নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ থেকে প্রশাসনিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকেন। কালীঘাটে এই পুজো দেখতেই ভিড় জমান বহু মানুষ। এদিন নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের বাড়িতে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর মায়ের ভোগে থাকে খিচুড়ি, লাবড়া, বেগুন ভাজা সহ ৫ রকমের ভাজা, চাটনি ও পায়েস। বাড়ির কালীপুজোয় গোটা আয়োজন নিজে তাদরকি করেন মুখ্যমন্ত্রী।
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোর এক ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেখানে তিনি জানান, এই বছরে তাঁর বাড়ির পুজো ৪৭ বছরে পা দিচ্ছে। তিনি লেখেন, ”আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক – এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর তা ৪৭ বছরে পা দিল। আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি – মায়ের চরণে এই কামনা আমার। সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আগাম আন্তরিক শুভনন্দন।”