বঙ্গ

বিধানসভায় উপস্থিতি ও ইতিবাচক ভূমিকায় পুরস্কারের ভাবনা মুখ্যমন্ত্রীর

বিধানসভায় উপস্থিতি ও গঠনমূলক অংশগ্রহণের জন্য পুরস্কার চালুর প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। মঙ্গলবার বিধানসভায় পরিবেশ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “বিধানসভায় অ্যাটেনডেন্স-এর পুরস্কার দিলে আগ্রহ বাড়বে। নিয়মিত যাঁরা আসেন, ভালোভাবে অংশগ্রহণ করেন, তাঁদের স্বীকৃতি দেওয়া উচিত।”

আরও পড়ুন- সিঙ্গুর আন্দোলনের সময় অনেক বিধায়কদের বেতন কাটা হয়: বিধানসভায় কেন বললেন মুখ্যমন্ত্রী! আহতদের দ্রুত আরোগ্য কামনা

শুধু বিধায়করাই নন, বিধানসভার কর্মী এবং ইতিবাচকভাবে খবর করা সাংবাদিকদেরও এই পুরস্কারের আওতায় আনার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী (Mamata banerjee)। অপর একটি প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন,”গতকাল যারা বিধানসভায় অন্যায় করল, তারাই আজ অভিযোগ করছে। অথচ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে বিধানসভায় বিরোধীরা সবচেয়ে বেশি সুযোগ পান।”

সোমবার বিধানসভায় হঠাৎ সংঘর্ষের জেরে বিধানসভার নিরাপত্তা কর্মীদের কয়েকজন আহত হন। এদিন সেই আহত কর্মীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। কথা বলেন, ছবিও তোলেন তাঁদের সঙ্গে। তিনি বলেন, “আমি শুনেছি কয়েকজন বিধানসভা কর্মী আহত হয়েছেন, তাঁদের বিরুদ্ধেই নাকি এফআইআর হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় অনেক বিধায়কের বেতন কাটা হয়েছিল। আমি বলছি না আপনি (স্পিকারের উদ্দেশে) বেতন কাটুন, তবে আপনি আইনজীবী মানুষ, নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “যাঁরা আহত হয়েছেন, তাঁদের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি—তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

13 seconds ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

9 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

34 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago